‌দীপাবলীর উপহার 

লকডাউন এলোমেলো করে দিয়েছে সাজানো-গোছানো সুন্দর সংসারকে। চাকরি গেছে বাবার। সংসারে লেগে রয়েছে অশান্তি। চাইছেন বড়ো মেয়ের দ্রুত বিয়ে দিতে। একদিন হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যায় সে। চাকরি নেয় শেফ-এর। দীপাবলিতে পরিবারের সকলের জন্য পাঠায় উপহার। বহুদিন পর সকলের চোখে-মুখে ফিরে এল আনন্দ আর হাসির উচ্ছলতা।

by শতরূপা সিংহ | 22 November, 2020 | 663 | Tags : Lockdown Freedom Emancipation Diwali